ডাকসু নির্বাচনে সার্বিকভাবে অব্যবস্থাপনা ছিল বলে জানিয়েছে শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল। ‘সব পক্ষের পোলিং এজেন্ট ছিলো না, পোলিং অফিসার নিয়োগও অস্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেছে সংগঠটির পর্যবেক্ষকরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দলের সদস্যরা এ তথ্য তুলে ধরেন। ব্রিফিংয়ে অধ্যাপক সামিনা লূৎফা বলেন, আমরা মনে করি এই নির্বাচনটি আয়োজনের ক্ষেত্রে যে চেষ্টাটি করেছে, সেই চেষ্টাটির মধ্যে কিছু অবব্যস্থাপনা রয়ে গেছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে সকাল থেকে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ ও কিছুক্ষণ আগের যে ভোট গণনা তা দেখার সুযোগ পেয়েছি। সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, দেখেছি, এই মুহূর্তে আমাদের পর্যবেক্ষণ জানাতে চাই। প্রথম যে কথাটি না বললেই নয়, এই নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে। শিক্ষার্থীরা ৭৮ শতাংশের বেশি এই নির্বাচনে ভোট দিতে এসেছেন।...