মাগুরা সদরের মঘী ইউনিয়নের দাশনা গ্রামে প্রতিপক্ষের মারধরে আইয়ুব বিশ্বাস (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আইয়ুব বিশ্বাস দাশনা গ্রামের খালেক বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার রাতে দাশনা গ্রামে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় আইয়ুব বিশ্বাসসহ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় গুরুতর আহত আইয়ুব বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে জানতে চাইলে মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চুরির অভিযোগ তুলে কার্তিক চন্দ্র রায় (৩৫)...