ছাত্র ইউনিয়নের এই প্যানেলের নাম ‘অপরাজেয় ৭১-অপ্রতিরোধ্য ২৪’। এতে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন শাখা ছাত্র ইউনিয়নের বর্তমান সভাপতি মাসুদ কিবরিয়া। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাধারণ সম্পাদক পরমা পারমিতা। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) চারুকলা অনুষদের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদ। সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুক্তাদির করিম কুয়াশাসহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক মেহেদি হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আবু রায়হান জনি, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক বিজয় মার্ডি। নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহিন শিকদার এবং সিনেট সদস্য হিসেবে লড়বেন জিএস পদের প্রার্থী পরমা পারমিতা। প্যানেল ঘোষণার আগে ছাত্র ইউনিয়নের বর্তমান সভাপতি মাসুদ কিবরিয়া বলেন, আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ের কণ্ঠকে শক্তিশালী করতে পারবো। আমরা প্রতিটি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো। সম্পাদক কর্তৃক দি...