ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে লোকজন জমায়েতের খবরের পর কাউকে ‘অযথা’ ভিড় না করতে অনুরোধ জানিয়েছে পুলিশ। পুলিশ এই জমায়েতকে ‘উৎসুক জনতা’ বললেও তারা রাজনৈতিক দলের নেতাকর্মী বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ডাকসুর ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকাল থেকেই এই জমায়েত বাড়তে থাকে। শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও জটলা বাড়তে থাকায় সন্ধ্যার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর জনবলও বাড়াতে দেখা যায়। এরমধ্যে রাতে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, “ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতাকে অযথা ভিড় না করার জন্য ডিএমপির পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হল।” মঙ্গলবার...