চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিক হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাটালিয়ন ৬ বিজিবি। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে সীমান্তের মেইন পিলারের ৭৬ এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। হস্তান্তর প্রাপ্তদের মধ্যে ৯ জন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে। বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের মেইন পিলারে কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. আশরাফুল ইসলাম এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে...