১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে দেশের শিক্ষার্থীরা। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের যে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়, হাসিনার পুরো শাসনামলে দেশের মানুষের পুঞ্জিভূত ক্ষোভ তাতে যুক্ত হয়ে গণঅভ্যুত্থানে পরিণত হয়। বলা হয়ে থাকে, এ গণঅভ্যুত্থানে মূল ভূমিকা পালন করে জেন-জি, যাদের জন্ম নব্বই দশকের মাঝামাঝি থেকে ২০১০ সালের মধ্যে। প্রযুক্তি ও টেকনোলজির সাথে বেড়ে ওঠা এই প্রজন্ম প্রাণপণ লড়াই করে হাসিনার পতন ঘটিয়ে দেশ থেকে খেদিয়ে দিয়েছে। বিশ্বে বাংলাদেশের এই জেন-জি’র আন্দোলন ব্যাপক নাড়া দেয় এবং তা দৃষ্টান্ত হয়ে আছে। গত সোমবার নেপালে ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম বন্ধ ও দুর্নীতি বন্ধের দাবিতে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, তাতেও এই জেন-জি...