১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের অংশ ফরিদগঞ্জ উপজেলাধীন প্রায় ১৮ কিলোমিটার। দেশের পশ্চিম, দক্ষিণ অঞ্চল থেকে পূর্বাঞ্চলে যাতায়াতের সহজ হওয়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহন এই সড়ক দিয়ে যাওয়া-আসা করে। গুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশে অযতেœ বেড়েই চলেছে ঝোপঝাড় ও আগাছা। দিনে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। রাতের বেলা এই ঝোপঝাড় হয়ে ওঠে চোর-ডাকাতের অভয়াশ্রম। বছরে কয়েকবার এই আগাছা পরিষ্কারের নিয়ম থাকলেও সড়ক ও জনপথের কর্তৃপক্ষ উদাসীন।এলাকাবাসী সূত্রে জানা যায়, চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা বাঘড়া বাজার এলাকা থেকে শুরু। ভাটিয়ালপুর চৌরাস্তা হয়ে রায়পুর বর্ডার পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার। এই সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় দেশের পশ্চিম, দক্ষিণ অঞ্চল থেকে হরিনা ফেরিঘাট, চাঁদপুর লঞ্চঘাট দিয়ে পূর্বাঞ্চলে যাতায়াতের সহজ মাধ্যম হয়ে উঠেছে সড়কটি। এ সড়ক...