১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা নিয়ন্ত্রণের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় পুলিশ ১৬ জনকে গ্রেফতার করেছে।এদিকে সোমবার রাতে নুরাল পাগলের ভক্ত নিহত রাসেল মোল্লাকে হত্যা, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি, জখমের অভিযোগে নিহতের বাবা আমজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ তেকে ৪ হাজার জনকে আসামি করে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি গ্রামের মাওলানা বাহাউদ্দিনের ছেলে মো. আ. লতিফ (৩৫) ও গোয়ালন্দ উপজেলার পৌর শহরের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মন্ডলের ছেলে অভি মন্ডল রঞ্জু (২৯)-কে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত দু’টি মামলায় পুলিশ ১৮ জনকে গ্রেফতার করেছে বলে বিষয়টি নিশ্চিত...