১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম কমনওয়েলথ ব্যাংকের অভিজ্ঞ কর্মী কেথরিন সুলিভান ২৫ বছরের বিশ্বস্ত কর্মজীবন শেষে হঠাৎই চাকরি হারিয়েছেন। নিজের অজান্তেই তিনি এআই চ্যাটবট ‘বাম্বলবি’ কে প্রশিক্ষণ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কেথরিনের কাজের স্থান দখল করে নেয় বাম্বলবি।সিম্পোজিয়ামে সুলিভান বলেন, আমরা জানতাম মেসেজিং শেষ পর্যন্ত বিদেশে পাঠানো হবে, কিন্তু কখনও ভাবিনি ২৫ বছরের চাকরির পর আমাকে বরখাস্ত করা হবে। অজান্তে আমি এমন একটি চ্যাটবটকে প্রশিক্ষণ দিচ্ছিলাম, যা আমার চাকরি নিয়েছে।তিনি আরো বলেন, এআই ব্যবহারের প্রয়োজনীয়তা স্বীকার করি, কিন্তু কিছু নিয়ন্ত্রণ থাকা উচিত যেন কপিরাইট লঙ্ঘন বা মানুষের চাকরি হারানো রোধ করা যায়। এই ঘটনা ব্যাংকের এআই ব্যবহারের সরাসরি প্রভাবকে সামনে নিয়ে এসেছে এবং কর্মক্ষেত্রে প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাব ও মানব শ্রমের ভবিষ্যৎ নিয়ে নতুন...