১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ইস্পাহানি ফেনীকে হারিয়ে প্রথম বারেরমতো বিসিবি আয়োজিত চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছে এশিয়ান চট্টগ্রাম। গতকাল সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে ৫ উইকেটে জিতেছে স্বাগতিক চট্টগ্রামের দলটি। এদিন সাগরিকায় আগে ব্যাট করে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান তোলে ফেনীর দল। সর্বোচ্চ মিনহাজ সাকিব ২৭ রান করেন। এছাড়া ২৬ রান করেন সাজ্জাদ রহমান। চট্টগ্রামের হয়ে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ রুবেল। এছাড়া অপর ৪টি শিকার সাজেদ রিফাতের। জবাবে ব্যাট করতে নেমে সাদিকুর রহমানের ঝড়ো শুরুর (৩৭ বলে ৪২) উপর দাঁড়িয়ে দলকে জয় এনে দেন শহিদুল ইসলাম (২১) ও ইরফান শুক্কুর (২৯ বলে ৩১*)। ফেনীর দলটির হয়ে একমাত্র শিকারী মিনহাজ সাকিব নেন ২...