১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ এএম রফতানিকারকদের আমদানিকৃত কাঁচামালের এইচএস কোড বা পণ্যের বর্ণনার সঙ্গে বাস্তবে কিছুটা পার্থক্য থাকলেও কনসাইনমেন্ট আটকে না রেখে বা জরিমানা আদায় না করে তা ছেড়ে দিতে কাস্টমস হাউসগুলোকে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বন্দর থেকে কাঁচামাল খালাসের ক্ষেত্রে কাস্টমস জটিলতা ও হয়রানি দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স, প্রাপ্যতা শিট বা সংশ্লিষ্ট ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি)-এর সঙ্গে অথবা ঘোষণায় প্রদত্ত পণ্যের বর্ণনা ও এইচএস কোড-এর সঙ্গে কায়িক পরীক্ষার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষ নিরূপিত এইচএস কোড বা বর্ণনায় মাঝে মাঝে ভিন্নতা দেখা যায়। এর ফলে শুল্কায়ন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা সৃষ্টি হয় এবং যথাসময়ে পণ্য খালাস না...