১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক বিক্ষোভে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার এক সপ্তাহ পর এখন পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কারখানার ভেতরে স্বাভাবিক কার্যক্রম চলছে, নিয়মিত শিফটিং কার্যক্রমও নির্বিঘেœ চলছে। গতকাল ইপিজেড এলাকা পরিদর্শন করে দেখা যায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মূল ফটকে পুলিশ ও সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন। এদিকে ঘটনার পরপরই গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে বাম ঘরানার নেতৃবৃন্দ নিহত শ্রমিক হাবিবুল ইসলাম হাবিবের পরিবারের কাছে গিয়ে এককালীন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানান। একই সঙ্গে গুলি চালনার জন্য দায়ীদের শাস্তি, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও আহতদের চিকিৎসার দাবি তোলেন। গতকাল বিকেল চারটায় নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনের সমন্বয়ক...