১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ভুয়া কাগজপত্র জমা দিয়ে থাইল্যান্ডের ভিসার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকার থাই দূতাবাস। গতকাল মঙ্গলবার দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভুয়া কাগজ দিয়ে ভিসার জন্য আবেদন করলে, তা প্রত্যাখ্যান বা বাতিল করা হবে বলে জানিয়েছে থাই দূতাবাস । দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেক্ট্রনিক ভিসা আবেদনকারীদের ভুয়া কাগজপত্রের মাধ্যমে আবেদন না করার জন্য সতর্ক করা হচ্ছে। ভুয়া কিংবা সন্দেহজনক যেকোনও আবেদন প্রত্যাখান অথবা বাতিল করা হবে। প্রত্যাখ্যান বা বাতিল এড়াতে দূতাবাসের ওয়েব সাইডে দেয়া মেইলের মাধ্যমে ব্যক্তিগতভাবে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের মতে, এতে করে অসাধু এজেন্সিগুলো মাধ্যমে সরবরাহ করা ভুয়া নথির ঝুঁকি হ্রাস হবে। এছাড়া ভিসার আবেদনের সঙ্গে সরাসরি হোটেল কিংবা সুপরিচিত প্ল্যাটফর্মে...