আগামী বছরের শুরুর দিকেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে কবে পর্দা উঠবে বৈশ্বিক আসরের সেই তারিখ চূড়ান্তভাবে প্রকাশ করেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে ভারতীয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে কবে শুরু হতে পারে বিশ্বকাপের আগামী আসর।ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর। ৮ মার্চ পর্দা নামবে আসরের।আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০ দল। শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হবে এই আসর। যেখানে অধিকাংশ ম্যাচই হবে ভারতে। তবে ফাইনাল কোন দেশে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তানের ফলাফলের ওপর নির্ভর করছে সেটি।পাকিস্তান ফাইনাল খেললে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে কলম্বোতে। আর পাকিস্তান যদি ফাইনালে উঠতে ব্যর্থ হয় তাহলে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।নেপালে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টাক্রিকইনফোর প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, বিশ্বকাপের সূচি আইসিসি আনুষ্ঠানিকভাবে প্রকাশ...