দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ২০–এর ২০২৫ নিলামে ভিন্ন রকম চমক দেখা গেল। বাংলাদেশের নির্ভরযোগ্য বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বেস প্রাইস ৫ লাখ র্যান্ডে দলে ভিড়িয়েছে ডারবান সুপার জায়ান্টস। তবে অবাক করার মতো বিষয় হলো—বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম নাম ডাকা হলেও কোনো দলই আগ্রহ দেখায়নি মোস্তাফিজুর রহমানকে নিয়ে। ফলে তিনি এবারও এসএ২০ থেকে বঞ্চিত হলেন। টেস্ট ক্রিকেটে দেশের অন্যতম সফল বোলার হলেও সীমিত ওভারের ক্রিকেটে তাইজুলকে খুব কমই সুযোগ দেওয়া হয়। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও এখন পর্যন্ত আলো ছড়ানোর মতো সুযোগ পাননি তিনি। তবে এবার সেই বাধা কাটিয়ে ডারবানের দলে জায়গা করে নিয়েছেন এই ৩২ বছর বয়সী স্পিনার। দলের হয়ে তিনি খেলবেন জস বাটলার, হেইনরিখ ক্লাসেন, আইডেন মার্করাম ও সুনিল নারিনের মতো তারকাদের পাশে। অন্যদিকে, মোস্তাফিজ যদিও এসএ২০–এ সুযোগ পাননি, তবে তিনি...