ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তাকে ঝালকাঠি আদালতে হাজির করা হয়।আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে লিয়াকত আলীকে আনার আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। মামলার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ঢাকার পল্টন থানায় বিএনপির কার্যালয়ে হামলার একটি মামলায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ লিয়াকত আলী তালুকদারকে গ্রেপ্তার দেখায়। এর আগে ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য...