মঙ্গলবার রাত ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসুর ভোটের ফল জানতে অপেক্ষমাণ শিক্ষার্থীদের ভিড়। ছবি: রাইজিংবিডি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর এখন চলছে গণনা। আর ফলাফল জানতে অধীর অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। তারা সিনেট ভবনে জড়ো হচ্ছেন। মঙ্গলবার রাত ১২টায় এই খবর লেখা পর্যন্ত গৃহীত ভোট গণনা চলছিল। যতদূর জানা গেছে, আরো সময় লাগবে গণনা শেষ করতে। তবে ফলাফল নিয়ে ক্রমেই উত্তেজনা বাড়ছে।আরো পড়ুন:ডাকসু নির্বাচনকে অগ্রহণযোগ্য বলা যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কঢাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বুধবার ডাকসু নির্বাচনকে অগ্রহণযোগ্য বলা যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। লাইনে থাকা ভোটারদের ৪টার পরও ভোট দিতে দেওয়া হয়। এবার ডাকসুর ৩৭তম নির্বাচন, যেখানে ভোট পড়েছে ৭৮ দশমিক...