১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।ভোট গণনার সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে অযথা ভিড় এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১ টায় ডিএমপি সূত্রে এই তথ্য জানা যায়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গণনার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির এক কর্মকর্তা বলেন, “ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন গণনার কাজ চলছে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের গেট ও প্রবেশমুখে অযথা ভিড় না করার জন্য আমরা সাধারণ মানুষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।” ভোটের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে...