চীনের মহান নেতা, মাও সে তুং যখন চীনের ক্ষমতায় আসেন তখন সমগ্র বিশ্বে চীনের পরিচয় ছিল একটি অনুন্নত ও দারিদ্র্যপীড়িত দেশ হিসেবে। চীনকে নতুনভাবে নির্মাণ করতে শুরু করেছিলেন তিনি, যার ধারাবাহিকতায় আজকের চীন। তিনি ছিলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের মহানায়ক। চীনের কৃষিজীবী মানুষকে প্রাধান্য দিয়ে তিনি পার্টির শাসনব্যবস্থার নীতিনির্ধারণ করেছিলেন। তার রাষ্ট্রনীতি চীনকে বদলে দিয়েছে। গণচীনের বিপ্লবী নেতা মাও সে তুংকে, আধুনিক চীনের রূপকার ও প্রতিষ্ঠাতা হিসেবে আখ্যায়িত করা হয়। ১৯৪৯ সাল থেকে ১৯৫৯ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী চীন সরকারের চেয়ারম্যান এবং আমৃত্যু কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিয়েছেন তিনি। আজকের বিশ্বে তিনি বিবেচিত হন একজন কমিউনিস্ট তাত্ত্বিক হিসেবে। তার দর্শনই ‘মাওবাদ’ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। জীবদ্দশায় পৃথিবীর নিপীড়িত মানুষের যেমন আদর্শে পরিণত হয়েছিলেন, তেমনি নানা মহলের তীব্র সমালোচনারও শিকার হয়েছিলেন। ছাত্রজীবনেই...