ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচাল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। বলেন, যারা এই নির্বাচনে অনিয়ম বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে তাদের পরিণতি হবে ‘খুনি হাসিনা ও ছাত্রলীগের চেয়েও ভয়াবহ’। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচন শুধু একটি ভোট নয়- এটা শহীদদের আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের স্বপ্ন। এই নির্বাচন সফল করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব। কেউ যদি এটিকে ব্যাহত করার চেষ্টা করে, তবে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেবে। তিনি অভিযোগ করেন, দিনের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, এজেন্ট প্রবেশে বাধা, কারচুপি ও অযাচিত হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, অমর একুশে হল ও টিএসসি কেন্দ্রকে ঘিরে...