খবর টি পড়েছেন :২৭৬দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। ইতোমধ্যেই এবারের সিজনের ২৪টি পর্ব প্রচারিত হয়েছে। যেখানে দেখা মিলেছে মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লামসহ পূর্বের প্রায় সকল তারকাদের। তবে ভক্তদের জন্য চমক হচ্ছে ৫ম সিজনে আবারও ব্যাচেলরদের ফ্ল্যাটে ফিরছেন অভিনেতা তৌসিফ আহমেদ (নেহাল)। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন পরিচালক কাজল আরেফিন অমি।জানা যায়, মাঝখানে কিছু ব্যক্তিগত কারণ ও পরিচালকের সঙ্গে দূরত্বের কারণে ‘ব্যাচেলর পয়েন্টে’ থেকে দূরে ছিলেন তৌসিফ। তবে তাদের সেই দূরত্ব মিটেছে। ৫ম সিজন থেকেই আবারও ফিরছে ধারাবাহিকের জনপ্রিয় ‘নেহাল’ চরিত্রটি।এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম...