কাতারের রাজধানী দোহায় হামাস কর্মকর্তাদের ওপর ইসরায়েলের হামলার পর নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ইসরায়েলি হামলার "কঠোর ভাষায়" নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে "একটি বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য উস্কানিমূলক উত্তেজনা বৃদ্ধি" হিসেবে বর্ণনা করেছে। এই ঘটনার "তীব্র নিন্দা" জানিয়েছে কুয়েত। এর প্রতিশোধ হিসেবে কাতার যে পদক্ষেপ নেবে তার প্রতি নিজেদের "পূর্ণ সমর্থন" থাকবে বলেও জানিয়েছে দেশটি। ইসরায়েলের...