সম্প্রতি কাজলকে দেখা গেছে বিষ্ণু মাঞ্চুর ছবি ‘কান্নাপ্পা’-তে। এছাড়া সলমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত হিন্দি ছবি ‘সিকান্দার’-এও তিনি ছিলেন। উল্লেখ্য, কমল হাসানের ‘ইন্ডিয়ান ৩’-এ এবং নীতেশ তিওয়ারির দুই পর্বের মহাকাব্যিক প্রজেক্ট ‘রামায়ণ’-এ দেখা যাবে কাজলকে। এই ছবিতে তিনি রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে অভিনয় করবেন, যেখানে যশ রাবণের ভূমিকায়, আর রণবীর কাপুর ও সাই পল্লবীও থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। কাজল ২০২০ সালে গৌতম কিচলুকে বিয়ে করেন। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে, নাম নীল। কাজল তাঁর স্বামী গৌতম কিচলু ও তিন বছরের ছেলের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। উপদেষ্টা সম্পাদক...