১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম তরুণদের বিক্ষোভের মুখে অচল হয়ে পড়া নেপালে টিম হোটেলে আটকে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। দলের সবাইকে নিরাপদে দেশে ফেরাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, ‘নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে প্রত্যাবর্তন সাময়িকভাবে বিলম্বিত হয়েছে। আজ স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে। ফলে দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন। দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ...