নেপালে সরকার বিরোধী আন্দোলনে মঙ্গলবার পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। চলমান আন্দোলনে বাতিল হয়েছে বাংলাদেশ ও নেপালের দ্বিতীয় প্রীতি ম্যাচ। মঙ্গলবার নেপাল থেকে দেশে ফিরে আসার কথা থাকলেও খারাপ পরিস্থিতির কারণে আটকে পড়েন জামালরা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মঙ্গলবার সারাদিনের পরিস্থিতি জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় আমের খান বলেছেন, ‘নেপালে একটা আন্দোলন হয়েছে। আন্দোলনে সরকারের পতন হয়েছে। যা হয়েছে সেটার প্রভাব কোথাও না কোথাও পড়বে। আমরা যে হোটেলে রয়েছি তার পাশে একজন সংসদ সদস্যের বাসা রয়েছে। বাসায় কিছু আন্দোলনকারীরা হামলা করেছিল। যেহেতু আমাদের হোটেলের কাছাকাছি সেকারণে আমাদের হোটেল থেকে আওয়াজ শোনা গেছে। হয়ত সেটারই কোন সংবাদ অন্যভাবে প্রচার হয়েছে। আসলে নেপালের সব জায়গায় কোন না কোন ঝামেলা হচ্ছে। এরকম না হলে তো আর দেশ থেকে...