নেপালে বিশৃঙ্খলা বন্ধ করতে সতর্কবার্তা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার এক বিবৃতি দিয়ে সেনাবাহিনী বলেছে, নেপালের সেনারা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে। চলমান সংকটজনক পরিস্থিতির সুযোগে বিক্ষোভকারীরা সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, “এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে নেপালি সেনাবাহিনীসহ সব নিরাপত্তা সংস্থা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।” নেপালের স্থানীয় সময় রাত ১০টার পর এ পদক্ষেপ কার্যকর হবে বলে জানায় সেনাবাহিনী। তবে কীভাবে তা বাস্তবায়ন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, “আমরা সব নাগরিককে এই প্রচেষ্টায় সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী আপডেট দেওয়া হবে।” এরই মধ্যে নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন,...