ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণের ক্ষেত্রে কিছু ছোটখাটো অসঙ্গতি ও ব্যবস্থাপনাগত ভুলত্রুটি থাকলেও ভোট ‘গ্রহণযোগ্য না’, এমনটা মনে হয়নি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের। মঙ্গলবার অনুষ্ঠেয় ডাকসু ভোট পর্যবেক্ষণ করার পর সন্ধ্যায় সিনেট ভবনে এক ব্রিফিংয়ে এ বক্তব্য এসেছে এই প্ল্যাটফর্ম থেকে। সংবাদ সম্মেলনে দিনভর পর্যবেক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষক নেটওয়ার্কের সংগঠক, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। পরে এক সাংবাদিকের প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, “সব কিছু মিলিয়ে আমাদের যেটা মনে হয়েছে যে, আমরা এই যে ছোটোখাটো যা দেখেছি অসঙ্গতি বা ব্যবস্থাপনার যে ভুলগুলো, এর বাদে আমরা মনে করিনি যে, বড় কোনো ধরনের অসঙ্গতি ছিল এবং নির্বাচন গ্রহণযোগ্য না, এটা আমাদের কখনও মনে হয়নি।” তবে, শেষ সিদ্ধান্তে আসার জন্য ভোট গণনা...