ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের ঊর্ধ্বতন নেতাদেরকে নিশানা করে কাতারে হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার এই হামলা চালানো হয়। কাতার ও আরব দেশগুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কাতারে দীর্ঘদিন ধরেই হামাসের রাজনৈতিক দপ্তর আছে। সেখানে হামাস নেতাদের ওপর এই হামলায় ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যসহ উপসাগরীয় আরব দেশগুলো পর্যন্ত বিস্তৃত হল। ইসরায়েলের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হামাসের গাজা শাখার প্রধান ও শীর্ষ আলোচক খলিল আল হায়াসহ অন্যান্য শীর্ষ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হায়ার ছেলে হামলায় নিহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন হামাসের দুই কর্মকর্তা। হামাসের শসস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডস গত সোমবার জেরুজালেমের বাস স্টপে গুলি চালিয়ে ৬ জনকে হত্যার ঘটনার দায় স্বীকারের কিছু সময় পরই কাতারে ইসরায়েলের এই হামলা হল। মঙ্গলবার বিকালে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের...