ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনেক ক্রীড়াবিদ ভোট দিয়ে উচ্ছ্বসিত, ভোট দিতে না পারার আক্ষেপও ছিল অনেকের মাঝে। যারা আক্ষেপ করেছেন, তাদের অন্যতম ফুটবলার শেখ মোরসালিন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের শিক্ষার্থী শেখ মোরসালিন গতকাল এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলেন। ভিয়েতনামে লাল-সবুজদের ৪-১ ব্যবধানে জয়ে মোরসালিন দলের চতুর্থ গোল করেছেন। ভোট দিতে না পারার আক্ষেপ ছিল আবাহনী লিমিটেডের এ ফুটবলারের মাঝে, ‘ইচ্ছা ছিল ডাকসুতে ভোট দেওয়ার, কিন্তু দেশের হয়ে খেলার দায়িত্বের কারণে ক্যাম্পাসে থাকার সুযোগ ছিল না। ভোট দিতে না পারায় আফসোস লাগছে। ম্যাচে গোল করেছি এবং তিন গোল করিয়ে দেশকে জিতিয়েছি, এতে সেই আফসোস কমছে।’জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয় বাংলাদেশের এশিয়া কাপ মিশনে দুবাই থাকায় ভোট দিতে পারেননি। নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা ছাড়াও...