খবর টি পড়েছেন :২৬০দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ের শেষ এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলের জয়ের পরই বিষয়টি তিনি জানিয়ে দেন।মেসির জায়গায় ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে ফিরতে পারেন ইন্টার মিলানের স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। তাকে লেফট উইঙ্গে দিয়ে স্ট্রাইকার পজিশনে খেলানো হতে পারে অ্যাতলেটিকোর হুলিয়ান আলভারেজকে।রাইট উইঙ্গে গত ম্যাচে খেলেছিলেন রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো। ইকুয়েডর ম্যাচে শুরুতে তাকে বেঞ্চে দেখা যেতে পারে। জুভেন্টাসের নিকো গঞ্জালেস নিতে পারেন তার জায়গা। এছাড়া রক্ষণে এক অবধারিত পরিবর্তন আনতে হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী কোচ লিওনেল স্কালোনির।কার্ড জটিলতার কারণে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে...