থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে এক বছর কারাভোগের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার আদালত এই নির্দেশ দেয়। ৭৬ বছর বয়সী থাকসিনকে ২০২৩ সালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৫ বছর নির্বাসনে থাকার পর হঠাৎ দেশে ফেরার পর ওই কারাদণ্ড দেওয়া হয় তাকে। পরে থাইল্যান্ডের রাজা তার সাজা কমিয়ে এক বছর করেন। তবে এক দিনও কারাগারে থাকতে হয়নি থাকসিন সিনাওয়াত্রাকে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পুরো সময়টিই হাসপাতালে কাটিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হাসপাতাল বা চিকিৎসাধীন থাকা সময়কে কারাভোগ হিসেবে গণ্য করা হবে না। থাকসিন সিনাওয়াত্রাকে এক বছর কারাগারেই থাকতে হবে। সুপ্রিম কোর্টের...