দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০–এর চতুর্থ আসরের নিলামে ভিন্নরকম অভিজ্ঞতা হলো দুই বাংলাদেশির। বামহাতি স্পিনার তাইজুল ইসলাম শেষ মুহূর্তে জায়গা করে নিলেন ডারবান সুপার জায়ান্টস দলে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে আলোচিত পেসার মুস্তাফিজুর রহমান ১.৫ মিলিয়ন র্যান্ড ভিত্তিমূল্যে নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি, ফলে তিনি থেকে গেলেন অবিক্রীত।৭৮২ জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্যে বাছাই করা ৫৪১ জনকে নিয়ে মঙ্গলবার শুরু হয় নিলাম। দিনজুড়ে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারকে ঘিরেই ছিল নীরবতা। তবে শেষ দিকে ভিন্ন রঙ ছড়ালেন তাইজুল। অভিজ্ঞ এই স্পিনারকে ডারবান দলে ভিড়িয়ে নিলাম প্রক্রিয়ায় খানিকটা স্বস্তি আনল বাংলাদেশ ক্রিকেট।এবারের নিলামে ১৪ জন বাংলাদেশি ক্রিকেটার ছিলেন—তাদের মধ্যে লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন পরিচিত মুখও ছিলেন তালিকায়। কিন্তু নিলামের প্রথম দিকে সুযোগ মেলেনি কারও।...