ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়। এখনো চলছে গণনা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে দিনভর ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস ও উত্তেজনা।তবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও প্যানেলভুক্ত প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও উঠে এসেছে।ইতোমধ্যে ঢাবির কার্জন হল কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হবে। এই কেন্দ্রে ভোট দিয়েছেন অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও মুসলিম হক হলের শিক্ষার্থীরা।বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র প্রধান ড. এ এস এম মহিউদ্দিন। এ ফলাফল সিনেট ভবনে প্রকাশ করা হবে।তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার : সারজিসএদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিএসসি কেন্দ্রে রোকেয়া হলে মোট ৬৮.৯৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আর কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলে...