বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শুরুটা উৎসবমুখর হলেও শেষটায় এসে অভিযোগের পাহাড় জমেছে। প্রতিদ্বন্দ্বী প্রধান দলগুলো থেকে ভোট কারচুপির ব্যাপক পাল্টাপাল্টি অভিযোগে ভোটের দিন দুপুর থেকেই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু হয়। যদিও উপাচার্য ভোট কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পক্ষপাতের কোনও সুযোগ নেই। ভোট প্রদানের শুরু থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় কেন্দ্রগুলোতে। প্রায় সবকটি ভোটকেন্দ্রের সামনে শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। সকাল ৮টায় উদয়ন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. আবিদল ইসলাম খান ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম বাইরে ভোট দেওয়ার জন্য অপেক্ষমাণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়...