নেপাল থেকে আজ দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় হোটেল থেকে বের হতে পারেননি ফুটবলাররা। দেশটির সহিংসতা না থামায় উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন ফুটলারদের পরিবারগুলো। তবে, জাতীয় দলকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় মন্ত্রণালয়। বলা হয়, জাতীয় দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতীয় দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। এ বিষয়ে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা...