বর্তমান চ্যাম্পিয়ন ভারত শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বুধবার এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৭তম আসরের মিশন শুরু করবে। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। নিজেদের মাঠে সুবিধা কাজে লাগিয়ে এশিয়া কাপের শুরুটা জয় দিয়ে করতে মরিয়া আরব আমিরাত। দুবাইয়ে ভারত-আরব আমিরাত ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। ২০২৩ সালে এশিয়া কাপের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা ঘরে তোলে ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে দুইবার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। দুই আসরের মধ্যে একবার শিরোপা জিতেছিল ভারত। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে টাইগারদের ৮ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা জয়ে চোখ ভারতের। শিরোপা ধরে রাখার পাশাপাশি আগামী বছর ঘরের মাঠে অনুষ্ঠেয়...