আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মিঠুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা এই কর্মসূচি পালনের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো বিবৃতিতে জানানো হয়, মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় গুলিবর্ষণের সঙ্গে জড়িত ছয় সন্ত্রাসীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রেপ্তার না করায় বুধবার আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এর আগে গত সোমবার সন্ধ্যায় খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখা আয়োজিত মশাল মিছিল থেকে ওই ছয় সন্ত্রাসীকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তাদের অভিযোগ ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় তারা এ কর্মসূচি দিয়েছে। অভিযোগ করা হয়, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় তবলাপাড়া এলাকায়...