ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার দরিদ্র ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগম। এর সঙ্গে জন্ম থেকেই প্রতিবন্ধী একমাত্র সন্তানকে নিয়ে দিশাহারা অসহায় এই পরিবার। সম্প্রতি এমন খবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পরিবেশন করা হয়। এমন অসহায়ত্বের খবর লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার পর ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের পরিবারের পাশে দাঁড়ান তিনি। তারেক রহমানের পক্ষ থেকে মঙ্গলবার ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্টখামার গ্রামের ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের বাড়িতে যায়। এ সময় প্রতিনিধি দলটি অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজখবর নেয় এবং গোলাম মোস্তফা শেখের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। অতঃপর শাহিনা বেগমের উন্নত...