০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পিএম ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ টি-টোয়েন্টিতে নিতে চায় ইংল্যান্ড। কার্ডিফে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১১টায়। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ইংল্যান্ড। টানা তিন সিরিজ হারের পর অবশেষে ২০২২ সালে জয়ের দেখা পায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় প্রোটিয়ারা। তিন বছর পর আবারও ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বদ্ধপরিকর তারা। টি-টোয়েন্টির আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। দলের অধিনায়ক আইডেন...