আগের দিন অনুশীলনের জন্য হোটেল থেকেই বের হতে পারেনি দল। আর আজ দেশের বিমান ধরার কথা থাকলেও শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ফ্লাইট। গত দুই দিন কাঠমান্ডুর টিম হোটেলে একপ্রকার বন্দি হয়েই আছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। সময় পার হচ্ছে উদ্বেগ–উৎকণ্ঠায়। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ৩ সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে যায় বাংলাদেশ দল। ৬ সেপ্টেম্বর স্বাগতিক নেপালের বিপক্ষেপ্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়।পরের ম্যাচটি হওয়ার কথা ছিল আজ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে পরশু নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হয় তরুণদের আন্দোলন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজও কারফিউ উপেক্ষা করে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তরুণেরা। বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কে পি শর্মা অলি। এর আগে...