দুই বছর পর আবার মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। ২০২৩ সালের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের সবশেষ আসর। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ভারত। সবশেষ আসরে ফাইনাল জিতে ১ কোটি ২৫ লাখ টাকা প্রাইজমানি পেয়েছিল ভারত। তবে এবারের আসরে বাড়ছে প্রাইজমানি। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ২০২৫ এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও রানার্স দলের পুরস্কারমূল্য দ্বিগুণ বেড়েছে। ইতোমধ্যে প্রাইজমানি নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। খুব শিগগিরই হয়ত আনুষ্ঠানিক ঘোষণা জানাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকা। যা গত আসরের প্রাইমানির চেয়ে দ্বিগুণ। অন্যদিকে রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার মার্কিন...