নিজস্ব প্রতিবেদক: নেপালে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণ ও নেপাল সরকারের ফ্লাইট পরিচালনায় আরোপিত নিষেধাজ্ঞার কারণে ঢাকা–কাঠমান্ডু রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা ও সতর্কতামূলক কারণে আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ঢাকা–কাঠমান্ডু ফ্লাইটটি বাতিল রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত তথ্য জানানো হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য কল সেন্টার ১৩৬৩৬ অথবা আন্তর্জাতিক...