সিলেটের দীর্ঘদিনের কিছু সমস্যা তুলে ধরে সেগুলো দ্রুত সমাধানের ঘোষণা দিলেন নতুন যোগ দেওয়া জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি সুরমার ঐতিহ্যবাহী কিনব্রিজ দখল করে তার উপর বসানো হাট উচ্ছেদের ঘোষণা দেন। মঙ্গলবার সাংবাদিকদের ডেকে কিনব্রিজ সংরক্ষণসহ অন্যান্য নানা অনিয়ম তুলে ধরে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এর আগে ঐতিহ্যের ব্রিজটি জঞ্জালমুক্ত করে সংরক্ষণের দাবি জানিয়ে আসছিলেন সিলেটবাসী। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, আগামী শনিবার থেকে কিন ব্রিজের উভয়প্রান্ত বন্ধ করে দেওয়া হবে। ফলে আর মোটরসাইকেল কিংবা হকার কেউই ব্রিজে প্রবেশ করতে পারবেন না। ঐতিহ্যের এই সেতুটি শুধু মানুষের হাঁটার জন্য খোলা থাকবে। এতে কিনব্রিজ দেশের সবচেয়ে দীর্ঘ পদচারী সেতুতে পরিণত হবে। পর্যটকদের জন্যও এটি হবে এক অনন্য আকর্ষণ। দিনে হকারদের দখল, রাতে বখাটে-মাদকসেবীদের আড্ডা এভাবেই দীর্ঘদিন ধরে চলছিল সিলেটের...