আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ভিডিও কনফারেন্সে অংশ নেবেন। ভিডিও কনফারেন্সে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারেরও যোগ দেওয়ার কথা রয়েছে। জানা গেছে, আইএমএফের সঙ্গে ২০২৩ সালে স্বাক্ষরিত ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ কর্মসূচির আওতায় গৃহিত সংস্কার কার্যক্রমসমূহ সফলভাবে সম্পন্ন করার বিষয়ে সংস্থাটির অব্যাহত সহযোগিতার পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপন করে গত ২০২৫ সালের ১ মে তারিখে প্রধান উপদেষ্টা আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক মিজ ক্রিস্টালিনা জর্জিয়েভাকে একটি চিঠি পাঠান। প্রত্যুত্তরে ১৯ মে তারিখে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক আগামীতে বাংলাদেশের জন্য সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধান উপদেষ্টাকে চিঠি দেন। ওই চিঠিতে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ভবিষ্যতে বাংলাদেশের জন্য সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র এবং কাঠামো সংক্রান্ত বিষয়ে...