০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম বগুড়ার শেরপুরে নিখোঁজ হওয়ার নয় দিন পর অটোরিকশা চালক আবু বক্কর সিদ্দিকের (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বাগড়া তালপুকুর এলাকার একটি জলাশয় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সম্প্রতি নতুন ব্যাটারি লাগানোর পরই তিনি নিখোঁজ হয়েছিলেন। স্বজন ও স্থানীয়দের ধারণা, সেই ব্যাটারির জন্যই তাঁকে হত্যা করা হয়েছে। নিহত আবু বক্কর উপজেলার গোসাইবাড়ি কলোনীর বাসিন্দা। আবু বক্করের দুই ছেলে রয়েছে, যাদের বয়স ১২ ও ৫ বছর।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা স্ত্রী ও দুই সন্তান। স্থানীয়রা জানান, সম্প্রতি একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে আবু বক্কর তাঁর অটোরিকশায় নতুন ব্যাটারি লাগিয়েছিলেন। এরপর গত ৩০...