০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম হোয়াইট হাউজের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, কাতারের দোহায় ইসরাইলি হামলার বিষয়ে হোয়াইট হাউজকে আগেই জানানো হয়েছিল। নেটোর বাইরে কাতার যুক্তরাষ্ট্রের বড় মিত্র দেশ, যেখানে দেশটির ১০ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে। ইসরাইলি নিরাপত্তা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তারা হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে আইডিএফ ও আইএসএ 'সুনির্দিষ্ট হামলা' চালিয়েছে। তবে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি। হামাস জানিয়েছে, হামাসের যে নেতারা দোহায় ইসরাইলের সাথে আলোচনায় অংশ নিয়েছিলেন, তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাতারের দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ধোয়া উড়তে দেখা গেছে বলে বার্তা সস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে। ঢাকায় ‘ইসলামের নবী (সা) মুসলিম উম্মাহ...