গত বছর অগাস্টে গণআন্দোলনে পতন হয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের। আর এ বছর সেপ্টেম্বরে একই চিত্র দেখা গেল নেপালে। বাংলাদেশে আন্দোলনের মুখে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত এবার নেপালে একইরকম পরিস্থিতিতে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। হাসিনার মত ওলিও দেশ ছাড়ছেন বলে খবর শোনা যাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, ওলি দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সরকারিভাবে বলা হচ্ছে, চিকিৎসার জন্য ওলি দুবাই যাচ্ছেন। জেন-জি আন্দোলনে নেপালের সরকারও পতনের দুয়ারে পৌঁছে গেছে। একের পর এক মন্ত্রী পদত্যাগ করছেন। সরকারি বাসভবন, পার্লামেন্টে ভাঙচুর, জ্বালাও পোড়াও চলছে। অবস্থা বেগতিক বুঝেই হয়ত দেশ ছেড়ে পালাতে চাইছেন কেপি শর্মা ওলি। এ যেন গত বছরের বাংলাদেশেরই প্রতিচ্ছবি। বাংলাদেশে ছাত্র-যুবাদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। দুই ক্ষেত্রেই সরকার পতনের ভিত তৈরি হয়েছে...