ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জের দায়িত্ব পালনরত ঢাবির সহকারী প্রক্টর ও শিক্ষক শেহরীন আমিন মোনামি দায়িত্ব পালনকালে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফেসবুকে বাংলা ও ইংরেজি মিশিয়ে এ স্ট্যাটাস দেন মোনামি। স্ট্যাটাসে তিনি লেখেন, আমি গত আগস্টে সহকারী প্রক্টর হিসেবে যোগ দিই। একটাই কারণ ছিল, জুলাইকে আমি ভীষণ আপন মনে করি এবং আমার আলমা মেটারের (প্রিয় শিক্ষাঙ্গন) জন্য কিছু ভালো কাজ বা অবদান রাখতে পারি, তা হয়তো এই ভূমিকার মাধ্যমেই সম্ভব। আমি শুধু একটাই চেয়েছি, একজন শিক্ষক হতে! আমার কোনো প্রশাসনিক উচ্চাকাঙ্ক্ষা নেই, নেই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও। কিন্তু আজ আমি এখানে, অভিযোগে অভিযুক্ত, হয়রানির শিকার (নিজ ক্যাম্পাসে এবং অনলাইনেও)। তিনি আরও লেখেন, আমার শিক্ষার্থীদের কাছে, যারা...