বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেশের নারী সমাজ নির্যাতন নিপীড়নের হাত থেকে রেহাই পায়নি। শত প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের নেত্রীরা রাজপথ নেতৃত্বে রাজপথ শত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেও রাজপথ ছেড়ে যায়নি। সীমান্তের কাটা তারের বেড়ায় যখন ফেলানির লাশ ঝুলছিল তখনো অনেক ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছিল। সে কারণে শেখ হাসিনার অনুগত পুলিশ বাহিনীর লাঠির আঘাত সহ্য করতে হয়েছে। আজও তারা সে ব্যাথ্যা বহন করে বেড়ায়। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম মহিলা দল প্রতিষ্ঠায় যে মহীয়সী নারীরা অবদান রাখেন তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, শহীদ...