রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় এক লাখ ৪০ হাজার মেট্রিক টন সার ও ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির পাঁচটি পৃথক প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চলতি বছরের ৩৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। আসন্ন চাষাবাদ মৌসুমের আগে কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই সার মরক্কো ও কানাডা থেকে আমদানি করা হবে। শিল্প মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সমস্ত চালান আমদানি করবে। প্রথম প্রস্তাবের ভিত্তিতে বিএডিসি মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে পঞ্চম লটের প্রায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করবে। এতে ব্যয় হবে ২১২ কোটি ৯৫...